এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভিশনের জরিপ

২৬

২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনাবিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।

- Advertisement -

- Advertisement -

শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশন। ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান জরিপকারীরা।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনি দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা কী এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভিশন। চলতি বছরের ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ চালানো হয়।

জরিপকারীরা জানান, চলতি ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন চান। আর ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।

ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই। জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।

জরিপ অনুযায়ী, এখনই নির্বাচন হলে বিএনপি পাবে ৪১ দশমিক ৭ শতাংশ ভোট আর জামায়াত ৩১ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৩ দশমিক ৯ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৫ দশমিক ১ শতাংশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ ও গণ অধিকার শূন্য দশমিক ০৫ শতাংশ।