নেত্রকোণায় পাহারাদারকে হত্যার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৩

48

নেত্রকোণার দুর্গাপুরে একটি খামারের পাহারাদারকে হত্যার পর ৭টি গরু লুটের ঘটনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তাররা হলেন- দুর্গাপুরের ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২), রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮) এবং মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)।

গত ৭ মার্চ দুর্গাপুর উপজেলা যুবদলের ইউসুফ খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম বাইয়ুম সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে আব্দুল আওয়ালকে তার পদ থেকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আওয়ালকে দল থেকে বহিষ্কার করা হলো।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অন্যদের গ্রেপ্তার এবং গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।

এর আগে ৫ মার্চ (বুধবার) দিবাগত রাতে কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে এই হত্যার ঘটনা হয়।

You might also like