মালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এক দালালসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়।

- Advertisement -

- Advertisement -

আটক ব্যক্তিদের মধ্যে নেজাম উদ্দিন নামে এক দালালও রয়েছেন। আটক ব্যক্তিরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা। তাদের মধ্যে ১১ নারী, ৫ শিশু ও ২ পুরুষ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক হিমেল রায় জামান।

তিনি জানান, মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকা দিয়ে নারী-শিশু ১৮ রোহিঙ্গাকে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে– এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ১৯ জনকে আটক করে। তাদের মধ্যে একজন দালাল ছিলেন। আটক হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মোটা অংকের টাকার বিনিময়ে মালয়েশিয়া পাচার কাজে জড়িত আছে একাধিক চক্র। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।