রাজশাহী, খুলনাসহ দেশের ৬ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে আবহাওয়া দপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বৃধবার-বৃহস্পতিবারের দিকে দেশের কোথাও কোথাও হতে পারে বজ্রবৃষ্টি।
ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।