নির্বাচন আন্তর্জাতিক মানের করতে সহযোগিতা করবে ইইউ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। যেকোনো প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দিয়েছে সংস্থাটি।

- Advertisement -

- Advertisement -

রবিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, বৈঠকে নির্বাচনি বাজেট নিয়ে জানতে চেয়েছে ইইউ। তারা সহযোগিতা করতে আগ্রহী। নির্বাচনে কী কী সহায়তা প্রয়োজন তা নিয়ে জানতে চেয়েছে।

ইউএনডিপি ও আইএফসির সাথে সমন্বয় করে সংস্থাটি সাহায্য করবে বলেও জানান তিনি।

নির্বাচনি এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইইউ এর কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান এ এম এম নাসির উদ্দীন। পরে তিনি বলেন, আন্তর্জাতিক মানের পাশাপাশি অবাধ, সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন।

সিইসি বলেন, ‘অতীতে যা হয়েছে, এটা ভুলে যান। এটা বর্তমান। আমরা অতীতের মতো কাজ করব এমনটা তো বলিনি কখনও। অতীত ভুলে যান, বর্তমান নিয়ে থাকেন। সবাই যাতে সঠিক দায়িত্ব, সঠিকভাবে পালন করতে পারে সেই পরিবেশটা আমরা তৈরি করব।’

ইইউ রাষ্ট্রদূত এ সময় মাইকেল মিলার বলেন, ‘আজ নির্বাচন কমিশনের কাছে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছি আমরা। আমরা এ জন্য উল্লেখযোগ্য অর্থায়নের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাও কাজে লাগাব। এছাড়া, যদি বাংলাদেশ সরকার চায়, তাহলে আমরা একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনও পাঠানোর প্রস্তাব দিচ্ছি।’