নতুন দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

54

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয়- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 

একই সঙ্গে রিটকারী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূমের দলের নিবন্ধনের ক্ষেত্রে এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। 

রিটকারী আইনজীবী হাসনাত কাইয়ুম  জানান, ইসির দেওয়া গণবিজ্ঞপ্তিতে আরপিও অনুযায়ী কোনো দলের নিবন্ধন পেতে হলে অন্তত ২০ থেকে ২২টি জেলা অফিস এবং ১০০টি উপজেলায় দলের অফিস থাকতে হবে। এর প্রতিটি অফিসে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে। কিন্তু পার্বত্য অঞ্চলে এই নিয়ম মানা সম্ভব নয়।

তাছাড়া আরপিওর এই নিয়ম সংযোজন করা হয়েছিল ২০১১ সালে তৎকালীন সেনাসমর্থিত সরকারের সময় যা বর্তমান বাংলাদেশের গণআবেদনের পরিপন্থি। এসব কারণে এই গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।

এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে ১০ মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম রিটটি করেন। 

রিটের আর্জিতে দেখা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ব্যর্থ করতে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০খ– এর আলোকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি ওই গণবিজ্ঞপ্তির কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

 

You might also like