সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত হওয়ার কথা জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রথম দিন বৃহস্পতিবার এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ এ কথা জানান।
অলি আহমেদ বলেন, ‘সংস্কার প্রস্তাবের ৪২টিতে একমত নয়, ২টিতে আংশিক আর ২টির বিষয়ে অস্পষ্টতা আছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না।’
এছাড়া ইসি সংস্কারে কমিশনের সুপারিশ খুবই দুর্বল দাবি করে এক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ সংলাপ। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন।
জানা গেছে, এ পর্যন্ত ১৫টি দল মতামত জমা দিয়েছে। তবে এখনও বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর অনেকে লিখিত মতামত জমা দেয়নি।
আগামী শনিবার দুটি এবং রবিবার একটি দল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে সব দলকে আমন্ত্রণ জানানো হবে। এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।