নাম বদল হয়নি মঙ্গল শোভাযাত্রার

থাকছে দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন

45

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি। একইসঙ্গে দুই দিনব্যাপী উদযাপন করা হবে এবারের পহেলা বৈশাখ।

- Advertisement -

- Advertisement -

সোমবার (২৪ মার্চ) সকালে আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের স্লোগান— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। দুই দিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সঙ্গে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও।

তবে, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

You might also like