ভিড় কম থাকায় প্রথম দিনের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলেই জানিয়েছেন যাত্রীরা।
সড়ক ও রেলপথে সোমবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। গত ১৪ মার্চ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন মূলত তারাই আজ ঢাকা ছাড়ছেন।
সকাল থেকে বেশ নির্বিঘ্নে রেলপথে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। সময় মতো ট্রেন ছাড়ায় ভোগান্তিও নেই। ভিড় কম থাকায় যাত্রাও স্বস্তিদায়ক বলছে যাত্রীরা।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।
এবার ট্রেনে ঈদযাত্রা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। টার্মিনাল কর্তৃপক্ষ বলছে, আগামী বৃহস্পতিবার শেষ কর্মদিবস। মূলত সেদিন থেকেই শুরু হবে ঈদযাত্রা।