সামরিক বাহিনীকে টার্গেট করে অঘটন ঘটানোর চেষ্টা চলছে: নুর

49

সামরিক বাহিনীকে টার্গেট করে দেশে অঘটন ঘটানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

- Advertisement -

- Advertisement -

সোমবার দুপুরে বরিশালে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগরের এক কর্মী সভার শুরুতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় দেশের চলমান পরিস্থিতিতে এবং সৃষ্ট ধূম্রজাল নিরসনে ঈদের আগে অথবা পরে জাতীয় সংলাপ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান তিনি।

নুর আরও বলেন, ‘এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্যের প্রয়োজন। সামরিক বাহিনীকে টার্গেট করে অঘটন ঘটানোর চেষ্টা চলছে। এ বিষয়ে দেশবাসীসহ রাজনৈতিক মহলকে সচেতন থাকতে হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘হাসনাত ও সার্জিসের সাথে আসলে কী আলোচনা হয়েছিল সেটি জানতে হাসনাত ও সার্জিসের সাম্প্রতিক আলোচিত ফেসবুক স্ট্যাটাসের তদন্ত করে প্রকৃত রহস্য জাতির সামনে নাগরিক পার্টিকে উন্মোচন করতে হবে।’

নুর বলেন, ‘আমরা জানতে পেরেছি ছাত্রনেতারা আগ্রহ নিয়েই সেনাপ্রধানের সাথে মিটিং করতে গিয়েছিল। সেনাবাহিনী তাদের ডাকেনি। তারা এখন নিজেরাই দল গঠন করেছে। সেই দায়িত্বশীলতার জায়গা থেকে রহস্য উন্মোচন করবে এমনটা আমাদের প্রত্যাশা।’

এসময় তিনি দেশবাসীকে কোনো ছাত্রনেতা বা কারো হটকারী কোনো কথা বা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নির্দেশনা অনুযায়ী চলার অনুরোধ জানান।  পরে তিনি বরিশাল প্রেস ক্লাবে কর্মী সভায় যোগ দেন।

You might also like