পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করছে রাজধানীতে বসবাসকারীরা। গত দুইদিন ঈদযাত্রায় রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে চিরচেনা ভিড় না থাকলেও শুক্রবার সকাল থেকে ভিড় কিছুটা বেড়েছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রতিটি দূরপাল্লার বাস যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে। টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন। তবে অন্যান্য বছরের মতো অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের থাকা স্টাফ কবির আহমেদ বলেন, “গত কয়েকদিন যাত্রীর চাপ না থাকলেও সকাল থেকে ভীড় বেড়েছে যা থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।”
খুলনাগামী যাত্রী রফিকুল ইসলাম জানান, “আজ অনেকগুলো বাস আছে, ভাড়াও নিয়মিত ভাড়া। নির্ধারিত সময়ে বাসগুলো তার গন্তব্য ছেড়ে যাচ্ছে। আশা করছি এবারে ঈদ যাত্রা স্বস্তির হবে।”
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল দেখা গিয়েছে গত কয়েক দিনের তুলনায় শুক্রবার সকাল থেকে যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। আগে থেকে টিকিট কাটা যাত্রীর সংখ্যা অনেক বেশি। নির্ধারিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময় টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে।
পরিবারের সাথে দিনাজপুর যাচ্ছেন আলমগীর খান। তিনি জানান, “প্রতিবছর ঈদযাত্রায় অনেক ভোগান্তি পোহাতে হয়। টিকিট ও বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলেও এবার তা ব্যতিক্রম হয়েছে। অনলাইনের মাধ্যমে টিকেট কাটার কারণে অতিরিক্ত ভাড়া দিতে হয়নি।”
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারমাস্টার বলেন, “এবার ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীদের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ফলে টার্মিনালগুলোতে আগেরবারের মতো চাপ পড়েনি। সময়মতো বাস তার গন্তব্য ছেড়ে যাচ্ছে।”
দিকে ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসনবিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়, গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০ টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
তবে কিছু লোকাল বাস নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০-৫০ টাকা ‘বকশিশ’ দাবি করছে বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।