চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝরল ৭ প্রাণ

49

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

- Advertisement -

- Advertisement -

বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি এলাকায় বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জন মারা যান। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহত হন অন্তত ছয়জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় সাতজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে তিন জন পুরুষ, তিন জন নারী ও একটি শিশু।

তিন দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা।

সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচ জন।

You might also like