‘উত্তেজনাকর’ বক্তব্য ভারত থেকেও এসেছে: পররাষ্ট্র উপদেষ্টা

23

পরিবেশ নষ্ট হয়, এমন বক্তব্য পরিহার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানকে ‘ইতিবাচক’ আখ্যা দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এমন উত্তেজনাকর বক্তব্য না হওয়ায়ই ভালো এবং তা উভয়দিক থেকেই এসেছে।
ব্যাংককে গত সপ্তাহে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে জানানো ওই আহ্বানের বিষয়ে মঙ্গলবার এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উত্তেজনাকর বক্তব্য- আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে একতরফাভাবে হয়েছে, তাতো না…হয়ত আমাদের কেউ কেউ বলছেন, সেটা আসলে তখন তাদের না বলাই ভালো; অনর্থক সমস্যা সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। আমরা জানি যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে, আপনারা প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের কেউ কেউ এটা করেছেন।”
সম্পর্কোন্নয়নের স্বার্থে উভয়পক্ষেরই ‘আপত্তিকর’ বক্তব্য পরিহারের উপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে, আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে, আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।”
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে গত ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের সঙ্গে ‘বাস্তবতার নিরীখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।
বাংলাদেশের নির্বাচন এবং ‘উত্তেজনাকর বক্তব্য’ পরিহারের বিষয়ে মোদীর বক্তব্যের বিষয়ে মঙ্গলবার জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
জবাবে তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে কোনো সময়ে কথাবার্তা হয়, তারা কিন্তু বলেন। এই সরকারতো নিজের থেকে বলেছে যে, তাদের যে সকল দায়িত্ব আছে, সেগুলো শেষ করে, যথাশীঘ্রই সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে। এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই, এটা যদি অন্য কেউ বলেন… এ কথা প্রায়ই উচ্চারিত হয় এবং এমনকি যেসব দেশে হয়ত গণতান্ত্রিক চর্চা নেই, তারাও জানতে চান; এক ধরনের স্থিতিশীলতা, এক ধরনের ভবিষ্যতের ধারণা পাওয়ার জন্য।”
এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “বিনিয়োগের প্রশ্ন আছে। তারা জানতে চাইতে পারেন যে, কী রকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে। এটা তাদের নিজেদের স্বার্থে তারা জানতে চাইতে পারেন। আমরা এটাকে সেভাবেই দেখি।”
“এবং সাক্ষাৎ…আমার কাছে মনে হয়েছে, একটা ইতিবাচক পরিবেশে সাক্ষাৎকারটি হয়েছে। এবং দুপক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার ওপর জোর দিয়েছেন।”

- Advertisement -

- Advertisement -

You might also like