জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’ করার অভিযোগে তার বিষয়ে এ সিদ্ধান্ত নিল দলটি।
সাময়িক অব্যাহতির কথা জানিয়ে তানভীরকে নোটিস পাঠিয়েছে এনসিপি। ওই নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া তাকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতেও বলা হয়েছে।
এনসিপির তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে শৃঙ্খলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যে তানভীরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত এল।
তানভীরের বিভিন্ন কার্যক্রম নিয়ে দলের ভেতরে ও বাইরে বেশ আলোচনা চলছিল।
তানভীরকে লেখা এনসিপির নোটিসে বলা হয়, “গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।
“এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শানোর জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন।”
নোটিসে বলা হয়, “সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আগে দেওয়া মৌখিক সতর্কতা অমান্য করার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত আপনাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হল।”
দলের সিদ্ধান্তের বিষয়ে তানভীর বলেন, “এ ধরনের নোটিস হাতে পেয়েছি। অভিযোগগুলো আসার পরিপ্রেক্ষিতে দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমি অভিযোগের জবাব দেব।”
গত রবিবার রাতে দলের প্রথম কোনো কমিটি হিসাবে শৃঙ্খলা কমিটি অনুমোদন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
আব্দুল্লাহ আল-আমিনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য হিসেবে আছেন তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.