শান্তির খুব কাছে রাশিয়া ও ইউক্রেন: ট্রাম্প

12

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে।

- Advertisement -

- Advertisement -

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘণ্টা পরই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।​

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজকের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ’ এবং তিনি উভয় পক্ষকে ‘উচ্চ পর্যায়ের বৈঠকে বসে চুক্তিটি চূড়ান্ত করতে’ আহ্বান জানান।

এই আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি দল উপস্থিত ছিল না। তবে​ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন ঘণ্টার এই বৈঠক ‘গঠনমূলক’ হয়েছে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থানগুলো একে অপরের ‘কাছাকাছি’ এসেছে।​

ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া ও অন্যান্য অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যান এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।​

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক ভিডিওবার্তায় শুক্রবার তিনি বলেন, “আমাদের অবস্থান অপরিবর্তিত। শুধুমাত্র ইউক্রেনীয় জনগণেরই অধিকার রয়েছে নির্ধারণ করার যে কোন অঞ্চল ইউক্রেনের অংশ।”​

জেলেনস্কি আরও বলেন, “রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োগ না করলে তারা নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে সম্মত হবে না।”

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখলেও, রাশিয়া এখনো তা মেনে নেয়নি। ক্রেমলিন বলছে, যে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি ইউক্রেনীয় সেনাদের শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেবে। ফলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।

একমাত্র ক্রেমলিনের দেওয়া শর্ত মেনে স্থায়ী যুদ্ধবিরতিতে গেলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করে রাশিয়া। টানা তিন বছরেরও বেশি সময় ধরে দুই দেশের এখন পর্যন্ত লাখ লাখ সেনা হতাহত হয়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। তিন সপ্তাহ ধরে এটি কেবল পিছিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ‘অবিলম্বে’ স্বাক্ষরিত হবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাস্তবে রাশিয়া এখনো ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে ।​

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া এই শান্তি আলোচনাকে কৌশলগতভাবে ব্যবহার করছে এবং তাদের মূল লক্ষ্য ইউক্রেনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ।​

সার্বিকভাবে, শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও ইউক্রেন ও রাশিয়ার অবস্থান এখনো অনেক দূরে। বিশেষ করে, ইউক্রেনের ভূখণ্ডের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

You might also like