জ্বালানি তেলের দাম কমল ১ টাকা

8

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ১ টাকা কমিয়েছে সরকার।

- Advertisement -

- Advertisement -

বুধবার নতুন এ মূল্যে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। জ্বালানি তেলের এই দাম বুধবার দিনগত মধ্যরাত থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়িয়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়। এ মূল্য মার্চ ও এপ্রিল মাসেও বহাল ছিল।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

You might also like