দাম কমার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আবার বাড়ল সোনার দাম। ভড়িতে বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা। নতুন দাম অনুসারে এক ভড়ি সোনা কিনতে এখন গ্রাহককে গুনতে হবে ১ লাক ৭১ হাজার ২৮৫ টাকা। একদিন আগে ভড়িপ্রতি এর দাম ছিল ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।
এ সম্পর্কিত
টানা দর বৃদ্ধির কারনে সোনা এবিত্তখন ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। উচ্চবিত্ত ছাড়া সোনার ব্যবহার এখন ক্রমশ কমছে বলেই মনে করছেন অনেকেই।