শেয়ারবাজারে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা

‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক

17

পুঁজিবাজারে দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বাজার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

- Advertisement -

- Advertisement -

রোববার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের কাছে যেন বার্তা পৌছায় কোন ধরণের কোন অনিয়ম-দূর্নীতি বরদাস্ত করা হবেনা।

সাংবাদিকদেরকে শফিকুল আলম বলেন, স্টক মার্কেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই মারাত্মক দূর্নীতির সাথে জড়িত রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেকের বিরুদ্ধে এরকম দূর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ রয়েছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান গত ৯ মাসে বাজারের জন্য নেয়া বিভিন্ন সংস্কার এবং কি কি সংস্কার এখনও চলমান আছে তা বিস্তারিত তুলে ধরেন।

সকলের অলোচনা এবং বক্তব্য শোনার পর দূর্নীতিগ্রস্থ বাজার মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ৫ টি নির্দেশনা দেন তিনি।

নির্দেশনা তুলে ধরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেসকল বহুজাতিক কোম্পানিতে সরকারের অংশিদারিত্ব রয়েছে, সেই সকল কোম্পানিকে দ্রুততম সময়ে আইপিওতে নিয়ে আসার তাগিদ দিয়েছেন ড. ইউ্নূস।

You might also like