গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

15

খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
তিনি বলেন, “ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।”
আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১২ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বাসটির যাত্রীরা খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলেন নানা কাজে। দুর্ঘটনার পর কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।

- Advertisement -

- Advertisement -

You might also like