কারাগারে নুসরাত ফারিয়া, জামিন শুনানি বৃহস্পতিবার

5

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীতে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় করে কারাগারে পাঠানো হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সেইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন আদালত।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া নুসরাতকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
রবিবার বিদেশ যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হন নুসরাত ফারিয়া। থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে ইমিগ্রেশন চেকপোস্টে আটক হন তিনি।
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তার নাম আছে। সেই মামলায় এই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এনামুল হক নামে এক ব্যক্তি গত ২৯ এপ্রিল মামলাটি করেন, যাতে বলা হয়, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ জোগান দিয়েছেন।
আন্দোলনে অংশগ্রহণকারী অন্য অভিযুক্তদের ছোড়া গুলিতে বাদী এনামুল হক আহত হন বলে অভিযোগ করা হয়।

- Advertisement -

- Advertisement -

সকালে আদালতে তোলা হয় নুসরাত ফারিয়াকে

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বলেও তার বিরুদ্ধে করা মামলায় অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।
এই মামলায় মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান এবং আজিজুল হাকিম।
মামলায় নাম আছে মোট ২৮৩ জনের। এছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও তিন থেকে চারশ মানুষ
তবে নুসরাত গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের পক্ষে তার ফেসবুক পোস্ট তুলে ধরে সমালোচনা করছেন।

You might also like