৩০ জুনের পর একদিনও বেশি থাকবেন না প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে স্বস্থি পেয়েছেন ড. ইউনূস , জানালেন প্রেস সচিব
আগামী বছরের ৩০ জুনের পর একদিনও বেশি সরকারে থাকবেন না প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস । দুদিনে দুদফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা একথা বলেছেন । প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাংবাদিদের উদ্দেশ্যে প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন ড. ইউনূস যতদিন সরকারের দায়িত্বে থাকবেন ততদিন দেশের কোনো ক্ষতি হবে না। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় সরকারের তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা জানিয়েছেন ৩০ জুনের পর নির্বাচন যাবে না। বৈঠকে তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন সবার সাথে বৈঠক করে তিনি শান্তি পেয়েছেন । আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশে-বিদেশে আরেকটি ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে ।