সাংবাদিক শা‌কিল-রুপা‌ দম্পতি প্যারোলে মুক্ত

0

শেষবারের মতো প্রয়াত মায়ের মুখ দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। তার সঙ্গে স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার পর কারাগার থেকে পুলিশি প্রহরায় তাঁদের মুক্তি দেওয়া হয়।

- Advertisement -

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাতুল ফরহাদ। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই সাংবাদিক দম্পতি।

জান্নাতুল ফরহাদ জানান, সাংবাদিক ফারজানা রুপার মা মারা যান। তার মাকে শেষবার দেখার জন্য তাকে ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য পুলিশি প্রহরায় কারগার থেকে যেতে দেওয়া হয়।
গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রুপার মায়ের মৃত্যুতে এই আদেশ দেন। কারাগারে এই আদেশ পাওয়ার পর তাদের পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। তবে আদেশে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হলেও পুলিশ আসতে দেরি হওয়া তাঁদের সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবিক বিবেচনায় পরবর্তী চার ঘণ্টার জন্য তাদের পুলিশি প্রহরায় যেতে দেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার আজকের পত্রিকাকে বলেন, ফারজানা রুপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আর তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাদের গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের ময়মনসিংহে ফারজানা রুপার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের সাবেক মুখ্য প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান।
ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এবং শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

You might also like