যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

0

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সর্ববৃহৎ সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাকে ‘অর্থহীন’ বলে আখ্যায়িত করেছে তেহরান।

- Advertisement -

- Advertisement -

সিজিটিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিযোগ- ওয়াশিংটন এ হামলায় ‘পরোক্ষ সহযোগিতা’ করেছে।

শুক্রবার ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি বলেন, “দ্বিতীয় পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে আচরণ করেছে, যা আলোচনাকে অর্থহীন করে তোলে। আপনি একদিকে আলোচনার কথা বলবেন, আবার অন্যদিকে কাজ ভাগ করে দেবেন যেন জায়োনবাদি শাসকরা (ইসরায়েল) ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে।”

তিনি আরও বলেন, “ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এ হামলা ওয়াশিংটনের অনুমতি ছাড়া সম্ভব হতো না।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসা তেহরানের জন্য ‘বুদ্ধিমানের কাজ’ হবে।

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ষষ্ঠ দফা রোববার ওমানের মাসকটে হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই বৈঠকে ইরানের প্রতিনিধি দল যে যোগ দেবে না- তা সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই দাবি করে আসছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

তবে তেহরান এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের এই হামলা যে আসছে, তা তিনি ও তার টিম আগে থেকেই জানতেন। তবুও তিনি এখনো চুক্তির সম্ভাবনা দেখেন বলে জানান।

You might also like