ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল বলেন, “আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা।”
তবে সব প্রস্তুতি শেষ হলেও ভোট ডিসেম্বর নয়, রোজার আগে হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় এই ব্রিফিংয়ের জন্য রাত ৮টায় আমন্ত্রণ জানানো হয় সংবাদকর্মীদের। ৭টা ১০ মিনিটে জানানো হয়, ব্রিফিং হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে ‘গুরুত্বপূর্ণ’ একটি বৈঠক করেছেন। সেখানে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন।

দুই ঘণ্টার এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
”প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন, বাই ডিসেম্বর।”
এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে জানিয়ে শফিকুল বলেন, “যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন মেম্বার অব সিকিউরিটি ফোর্সেস—পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন।”
নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও জানান প্রেস সচিব।
নির্বাচনের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।