বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

1

শ্রীলঙ্কা থেকে ঐতিহাসিক সাফল্য নিয়ে ফিরেই নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। সামনে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের ট্রফি শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা।

- Advertisement -

- Advertisement -

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরের দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। সেদিক থেকে স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মিরপুরে খেলতে নামবে বাংলাদেশ।

সিরিজে বাংলাদেশ দলের বড় ইতিবাচক দিক ছিল ব্যাটিংয়ে উন্নতি। দুই ওপেনার ভালো শুরু এনে দিয়েছেন, আর তিন নম্বরে ব্যাট করা লিটন দাস ছিলেন দুর্দান্ত ফর্মে। বোলাররাও রেখেছেন দারুণ অবদান।

এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

You might also like