পাটওয়ারী বিএনপির সালাহউদ্দিনকে কেন কল করেছিলেন?

6

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী শনিবার দুপুরে কক্সবাজারের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দিকে ইঙ্গিত করে তাকে গডফাডার, দখলবাজ ও চাঁদাবাজ আখ্যা দেন।

- Advertisement -

- Advertisement -

এরপর কক্সবাজার ও চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েছেন এনসিপির নেতাকর্মীরা। গাড়িবহর আটকে রাখার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে তাদের মঞ্চ।

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক হামলার মুখে পড়ল এনসিপি। আগের হামলাটি হয় গোপালগঞ্জে, গত বুধবার। যেখানে জড়িত ছিল নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এই ঘটনার পর বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পাটোয়ারী কবে কখন সালাহউদ্দিন আহমদকে ‘বিপদে পড়ে’ ফোন দেন তা ফেসবুকে তুলে ধরেন।

রাশেদ লেখেন, “নাসির উদ্দিন পাটোয়ারী ইতোপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরেরদিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিলো। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিলো। তখন রমজানের সময়। সমাবেশে যাতে কোন ঝামেলা না ঘটে সেজন্য নাসিরুদ্দিন পাটুয়ারী রাত ৩.০০ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সেসময়ই চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন, কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়।”

“বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনইসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন। সেখানে দেশ, জাতি, রাজনীতি, নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা। বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি। তার সাথে অনেক আলাপচারিতায় তিনি এনসিপির নেতাদের প্রতি সবসময় আন্তরিক ভাষায় কথা বলেছেন। ঐক্যমত কমিশনেও বৈঠকের এমন কিছু হাসোজ্জল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।”

রাশেদ লেখেন, “সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে আমার ও ভিপি নুরুল হক নুরের সম্পর্ক বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সময় থেকে। হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনা তার সাথে হয়েছে। এমনকি ২০২৪ এর জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয়, তখন সালাউদ্দিন আহমেদ ভাই, নুরুল হক নুর ও আমি একসাথে অনেক বিষয় সমন্বয় ও আলোচনা করেছি।

তিনি এতো আন্তরিক মানুষ, যারা তার সাথে মিশতে পারেন নি, তারা হয়তো বুঝবেন না। যারা তার সাথে মিশতে পেরেছেন, তারা প্রত্যেকে তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য। আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত। ফলশ্রুতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি মনে করি এনসিপির নেতাদের উচিত আখতার হোসেনকে অনুসরণ করা।”

“এনসিপি যদি দাঁড়ায় তবে আখতারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে। আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে। বক্তব্যের উস্কানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। তাই বড় দল হিসেবে অনেককিছু হজম করুন। আমি আজকের ঘটনার নিন্দা জানাই। এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানাই। নইলে বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, হাসিনা ফিরবে। তখন কারও রক্ষা হবেনা। সকলে সহনশীল হন, ধৈর্য্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার…।”

You might also like