উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমালোচনার মুখে গভীর রাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই কথা জানান। পোস্টে সজীব ভুঁইয়া লেখেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও একই তথ্য জানান। তার ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে জানানো হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”
মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে।
ওই দুর্ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় মঙ্গলবারের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
সোমবার বেলা একটার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।
মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এরপরও মঙ্গলবার পরীক্ষা নেওয়ার ঘোষণায় সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা বোর্ডগুলো কীভাবে পরীক্ষার বিষয়ে এতটা নিরাসক্ত থাকতে পারে? এমন সমালোচনার মধ্যে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।