ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন নাকচ করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব উভয়পক্ষের শুনানি শেষে তাঁর জামিন আবেদন নাকচ করেন। একই সঙ্গে এ মামলায় রিমান্ড শুনানির জন্য সিএমএম আদালতে পাঠান। পরে অতিরিক্ত মহানগর হাকিম এ মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ১০টা ৪০ মিনিটে আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১১টা ৭ মিনিটে আদালতে তোলা হয় তাঁকে। কাঠগড়ায় একটি বেঞ্চে বসেন তিনি। তাঁকে বেশ চিন্তিত দেখা যায়।
তাঁর পক্ষে জামিন চেয়ে আদালতে শুনানি করেন আইনজীবী মো. শাহিনুর ইসলাম। জামিনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। উভয়পক্ষের শুনানি শেষে আবুল বারকাতের জামিন নামঞ্জুর করা হয়।
এননটেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।