ইউপিডিএফ-এর অঙ্গ সংগঠনের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা
সন্তু লারমাকে দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে (৪১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতিকে (জেএসএস) দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা।
নিহত খুকু চাকমার খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়া মৃত ভাধ্যধন চাকমা ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএসের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরারা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এ খুনের জন্য সন্ত্রাসীদের আত্মস্বীকৃত গডফাদার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করেছে। অবিলম্বে খুকু চাকমার খুনিদের গ্রেপ্তার এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণের দাবি জানান তিনি।
এর আগে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে লোগাংয়ের দুর্গম করল্যাছড়ি ও কার্বন গির্জা এলাকায় গুলির শব্দ শোনা গেছে। এ কারণে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দিনভর গুলির শব্দ শোনা গেলেও কেউই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।