আবারও ফিরছে চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্বের খেলায় আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে লিভারপুল, বার্সেলোনার মতো দলগুলো। গ্রুপ পর্বের ৬ রাউন্ড শেষে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতেছে লিভারপুল। সে ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ঘরের মাঠে লিলের বিপক্ষে খেলতে নামবে অলরেডরা।
৬ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আজ বেনফিকার মাঠে আতিথ্য নেবে হানসি ফ্লিকের দল। দিনের অন্য ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। আরেক ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভারকুসেন।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।