অবশেষে খেলায় ফিরছেন নারী ফুটবলাররা

২৮

নানা জটিলতার পর অবশেষে সমস্রার সমাধান হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বিদ্রোহের অবসান ঘটিয়ে অবশেষে তারা খেলায় ফিরছেন।

- Advertisement -

- Advertisement -

রবিবার (১৬ ফেব্রুয়ারি) মেয়েদের সঙ্গে বৈঠক শেষে বাফুফেতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান, মেয়েদের ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

তবে এখনই অনুশীলনে ফিরছেন না তারা। এই মুহূর্তে চলমান ক্যাম্প যেহেতু শেষ পর্যায়ে আছে, এই ক্যাম্পে আর যোগ দেবেন না সাবিনা-কৃষ্ণারা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর আবার যখন মেয়েদের দলের ক্যাম্প শুরু হবে, তখন কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবেন সাবিনা-কৃষ্ণারা।

গত জুন থেকেই মেয়েদের জাতীয় দলের কোচ পিটার বাটলারের সঙ্গে কয়েকজন নারী ফুটবলারের দ্বন্দ্ব শুরু হয়। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয় এ খবর।

গত অক্টোবরে টানা দ্বিতীয় সাফ জিতলেও সে টুর্নামেন্টেও বাটলারের সঙ্গে সিনিয়র মেয়েদের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে আসে। তবে এর মধ্যেই বাটলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করে বাফুফে।

এরপর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হওয়ার পর ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে করে ১৮ নারী ফুটবলার বিদ্রোহের ডাক দেন। তারা বলেন, হয় কোচ পিটার বাটলার থাকবেন, নয়তো তারা। এই ঘোষণা দিয়ে ইংলিশ কোচের অধীনে অনুশীলন না করার কথাও জানান।

অপরদিকে বাটলারও এই ১৮ মেয়েকে বাদ দিয়ে অন্যদের নিয়ে অনুশীলন চালিয়ে যান, সেখানে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দেরও যোগ করা হয়। এক পর্যায়ে বাটলারও জানিয়ে দেন, এই বিদ্রোহী মেয়েদের তিনি আর দলে ফেরাবেন না।

তবে বাফুফের দিক থেকে কোচ ও খেলোয়াড়দের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালও দেশে ফেরার পর মেয়েদের সঙ্গে বৈঠকে তাদের অনুশীলনে ফিরতে অনুরোধ জানান। তাতেও মেয়েরা রাজি না হওয়ার পর বিদ্রোহী মেয়েদের বাইরে রেখে বাকিদের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বাফুফে।

এতদিন তাতে কোনো সমাধান না এলেও আজ মেয়েরা অবশেষে বিদ্রোহের সমাপ্তি টানতে রাজি হয়েছেন। মেয়েদের সঙ্গে আজ বৈঠকের পর সংবাদমাধ্যমে মেয়েদের উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’

তবে এখনই অনুশীলনে ফিরছেন না মেয়েরা। মাহফুজা আক্তার কিরণ জানান, ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এই সময়ে সিনিয়র মেয়েরাও (১৮ বিদ্রোহী ফুটবলার) চাচ্ছে একটা ছুটিতে যেতে। এটা তাদের জন্য একটা বিরতি বলতে পারেন। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবে।’

ফেরার পর তাদের সঙ্গে চুক্তিও করা হবে বলে জানান মেয়েদের উইংয়ের প্রধান।

২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েদের দল, ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ। বলাবাহুল্য, সাবিনা-কৃষ্ণাসহ ১৮ বিদ্রোহী ফুটবলার এই ম্যাচের স্কোয়াডে থাকছেন না।