আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া ব্রাজিলই চ্যাম্পিয়ন হলো

৩৬

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা আবারও নিজেদের কাছেই রাখল ব্রাজিল।

- Advertisement -

- Advertisement -

রাতের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিল। সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপন তখন সেলেসাওদের জন্য সময়ের অপেক্ষা মাত্র। সে উদযাপন ঠেকাতে পারত শুধু আর্জেন্টিনা। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হতো তাদের।

কিন্তু জেতা তো দূরের কথা আর্জেন্টিনা ম্যাচটা হেরে যায় ৩-২ ব্যবধানে। তাতে নিশ্চিত হয়ে যায়, ব্রাজিলের হাতেই টানা দ্বিতীয়বারের মতো উঠছে সাউথ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা। এ নিয়ে টুর্নামেন্টে রেকর্ড ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুলল সেলেসাওরা।

এ প্রতিযোগিতায় ব্রাজিলের দাপট কতটা, সেটা নিকট প্রতিদ্বন্দ্বীদের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে উরুগুয়ে। আর তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা শিরোপা জিতেছে পাঁচবার।

অতীত ইতিহাস পক্ষে থাকলেও এবার টুর্নামেন্টে ব্রাজিলের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সেলেসাওরা। গ্রুপ পর্বের শেষটাও হয়েছিল কলম্বিয়ার কাছে হার দিয়ে।

সেই ব্রাজিলই ফাইনাল রাউন্ডে দেখা দিল ভিন্নরূপে। একের পর এক ম্যাচে হারিয়েছে উরুগুয়ে-কলম্বিয়া-প্যারাগুয়েকে।

চতুর্থ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করলে শিরোপার জন্য তাদের অপেক্ষা করতে হয় শেষ ম্যাচ পর্যন্ত। সে ম্যাচে চিলিকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রাখে তারা। পরে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতেই নিশ্চিত হয়ে যায়, দক্ষিণ আমেরিকার সেরা ব্রাজিলই।