ওয়ানডেতে ‘দুই বলের’ নিয়মে আসছে পরিবর্তন

19

আইপিএলে ব্যাটার ও বোলারদের পারফরম্যান্সে ভারসাম্য বজায় রাখতে ১১তম ওভার শেষে একটি করে নতুন বল ব্যবহার করা হয়। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালুর কথা নিয়ে ভাবছে আইসিসি। আগামী জুলাইয়ে বোর্ড সভায় সবার সম্মতিক্রমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি ওয়ানডেতে ৩৫তম ওভার থেকে একটি বল ব্যবহারের সুপারিশ করে। অর্থাৎ, ওয়ানডেতে এক ইনিংসে ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা হবে। কিন্তু ৩৫তম ওভার থেকে বোলিংয়ের দুই প্রান্তেই একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
ক্রিকেট কমিটি ২৫ ওভারের পরই একটি বল ব্যবহারের কথা ভেবেছিল, যদিও তাতে বাকি সদস্যদের তেমন একটা সাড়া মেলেনি। এই কমিটির প্রধান সাবেক বিসিসিআই সভাপতি ও ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
বর্তমান নিয়ম অনুযায়ী, দুই প্রান্তে দুটি নতুন বল দিয়ে বোলিং শুরু করবে ফিল্ডিং দল। আর সুপারিশে বলা হয়েছে, দুটি বলের মধ্যে কোন বলটি ইনিংসের ৩৫তম ওভার থেকে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেবে ফিল্ডিং দল। যে বলটি ব্যবহার করা হবে না, সেটা রেখে দেওয়া হবে অতিরিক্ত বল হিসেবে। ব্যবহার করা বলটি হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে অতিরিক্ত বলটি ব্যবহার করা হবে।
যদিও এই নিয়ম নিয়ে আগেই আপত্তি জানিয়ে রেখেছেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ২০১৮ সালে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘‘নতুন দুটি বল মানে ওয়ানডে ক্রিকেট ধ্বংসের দিকে যাবে। কারণ রিভার্স সুইংয়ের জন্য বলকে পুরান হতে যথেষ্ট সময় দেওয়া হবে না। ডেথ ওভারে অনেক দিন ধরেই রিভার্স সুইং দেখছি না।”
সেসময় টেন্ডুলকারের এই যুক্তিকে ওয়াকার ইউনিস, ব্রেট লি ও মাইক আথারটনের মতো কিংবদন্তিরা সমর্থন করেছিলেন। স্বাভাবিকভাবেই এই নিয়মের পরিবর্তন যে খুব একটা ভালো চোখে দেখবেন না সাবেকরা, তা তো বলাই যায়।

- Advertisement -

- Advertisement -

You might also like