দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে সফরকারীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখা জিম্বাবুয়ে দলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুসারে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে অংশ নিতে আগামীকাল বুধবার সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে। তার আগে পুরো কোচিং স্টাফসহ আজ ঢাকার একটি হোটেলেই থাকবেন সফরকারীরা।
এদিকে জিম্বাবুয়ে দলের আগেই সিলেটে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে গত ১৩ এপ্রিল থেকে অনুশীলন করছে স্বাগতিকরা। যদিও প্রথম দিনের ক্যাম্পে শুধু আটজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। পরদিন যোগ দেন স্কোয়াডে থাকা বাকিরা।
আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল। সেটি হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
You might also like

সম্পাদক :মোঃ শাহজালাল
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
২০২৫ © ব্যানারনিউজবিডি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
🚧 এই সাইটটি বর্তমানে নির্মাণাধীন 🚧
You cannot print contents of this website.