নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ।
রবিবার বিকেলে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এ প্রস্তাব করেন।
এসময়, নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২ শতাংশে নামিয়ে আনা, ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নির্ধারণ করা এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করার দাবি জানান নোয়াব সভাপতি।
করপোরেট কর সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণের প্রস্তাবও করেন তিনি।
সংবাদপত্র শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে জানিয়ে নোয়াব সভাপতি বলেন, বিগত কয়েক বছরে সরকার সংবাদপত্র শিল্পের প্রস্তাবনা বিবেচনায় নেয়নি।
এসময় সব পক্ষের প্রস্তাবনার আলোকেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।