গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর সমন্বিত টহল শুরু: প্রেস সচিব

২৩

ঢাকা শহরসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

- Advertisement -

- Advertisement -

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে অনোকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা শহরসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা টহল বাড়াব। আজ (সোমবার) সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে দেখতে পাবেন। এজন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনীর সমন্বয়ে টহর দর করা হচ্ছে। অনেকগুলো জায়গায় চেকপোস্ট বসানো হবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি আর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের গোয়েন্দা শাখা ও সংস্থা তাদের মতো করে কাজ করবে। আমরা সে অনুযায়ী কাজ করব।’

শফিকুল আলম জানান, ঢাকার যানজট এড়িযে দ্রুত চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেলগুলো কেনা হবে যাতে দুইজন দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যেতে পারে। আপাতত পুলিশের জন্য ১০০ নেওয়া হচ্ছে। পরে আরও ১০০ নেওয়া হবে। অন্যান্য বাহিনীর আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যদের জন্য আর ৫০টি করে নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে শফিকুল বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি সংস্থার প্রধানরা আজকের সভায ছিলেন। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই।

কক্সবাজার ইস্যুতে আজকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কক্সবাজারে এসপি ও সিকিউরিটি এজেন্সি আছে তাদের কাছ থেকে প্রতিবেদন চাইছি, তারা আমাদের দিলে আপনারা জানতে পারবেন।