মেজর সিনহার স্মরণে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন

82

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের (অব.) স্মরণে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে এ ফলকের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

- Advertisement -

- Advertisement -

শ্যামলাপুরে বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ‘সিনহা স্মৃতিফলক’ নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।

২০২০ সালের ৩১ জুলাই মধ্য রাতে শ্যামলাপুরে নিরস্ত্র মেজর সিনহাকে গুলি করে হত্যা করেন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২৬ জুলাই ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন মেজর সিনহা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ছিলেন। তিনি ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।

You might also like