দল ও গোষ্ঠীগত সিদ্ধান্তের বাইরে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: আইন উপদেষ্টা

71

দল ও গোষ্ঠীগত সিদ্ধান্তের বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

- Advertisement -

- Advertisement -

রবিবার (২ মার্চ) সকালে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বৈঠকের সভাপতিত্ব করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আইন উপদেষ্টা বলেন, ‘আগে র‍্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়েছিল। তবে এবার তা হবে না। এবার স্বাধীনতা পুরস্কারের সংখ্যা ১০-এর কম হবে।’

এ সময় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘সমাজ ব্যবস্থা উন্নয়নে ব্যতিক্রমধর্মী অবদান রাখায় কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে।’

তবে এবার কারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছে তা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি দুই উপদেষ্টা।

You might also like