শোলাকিয়ায় ঈদের নামাজের ইমামতি ফিরে পেলেন মাওলানা সাইফুল্লাহ

২৭

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে সরিয়ে মাওলানা একেএম সাইফুল্লাহকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

- Advertisement -

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে রবিবার জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ঈদ জামাত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। শোলাকিয়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাওলানা সাইফুল্লাহকে পরিবর্তন করে ইসলাহুল মুসলিমিন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে শোলাকিয়া ঈদগা মাঠে ঈদের নামাজের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ইমাম সাইফুল্লাহ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ রাব্বানীর ছোট ভাই। এ কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল।

মাওলানা সাইফুল্লাহ জানান, তিনি ২০০৪ সাল থেকে শোলাকিয়ায় ঈদের নামাজে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পুনরায় তাকে নিয়োগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

শোলাকিয়া ঈদগাহ কমিটির আজকের সভায় ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।