সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

17

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

- Advertisement -

- Advertisement -

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উভয় কলেজের শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে মারামারির কারণ জানা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে উত্তেজনা চলছিল। পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করলে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

সংঘর্ষের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নতুন করে সংঘর্ষে জড়ানো ঠেকাতে ওই এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

You might also like