আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে একদিনে ১৬৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১০১৩ জন। বাকি ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে।
সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অভিযানের সময় বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এক নলা বন্দুক, একটি দেশীয় এলজি, চারটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, ছয়টি চায়না রাইফেলের কার্তুজ, একটি ৯ এমএম কার্তুজ, সাতটি শর্টগানের সিসার কার্তুজ এবং পাঁচ রাউন্ড গুলি।
এছাড়া একটি চাপাতি, তিনটি চাকু, চারটি রামদা, সাতটি চাইনিজ কুড়াল, পাঁচটি কিরিচ, দুটি ছোরা, একটি ড্রেগার এবং একটি লুণ্ঠিত এসএমজি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সন্ত্রাস, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।