উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তে ঘটনাস্থল থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।
এর বাইরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দুই শিক্ষার্থীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭
দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।