এবার এনবিআর-বিডার সামনে জমায়েতে নিষেধাজ্ঞা

4

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার আশপাশের এলাকায় সব ধরনের সভা- মাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

- Advertisement -

- Advertisement -

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা থেকে আগারগাঁও সড়কে জমায়েতের এই নিষেধাজ্ঞার কথা বলা হয়।

এতে বলা হয়, ‘জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ রবিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি না, এ বিষয়ে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি বিজ্ঞপ্তিতে। আর এই এলাকায় কোনো গোষ্ঠী বিক্ষোভের ডাক দিয়েছে, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা বলা আছে, “জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশ কমিশনার লিখিত আদেশে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন।”

তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখা যাবে না।

একাধিকবার এমন নিষেধাজ্ঞা

২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয়, শাহবাগ, সুপ্রিম কোর্ট, ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।

এমন পরিস্থিতিতে রাজধানীর কৌশলগত এলাকাগুলোতে পুলিশ একের পর এক সভা-সমাবেশ নিষিদ্ধ করে চলেছে।

সর্বশেষ নিষেধাজ্ঞাটি এনবিআর-বিডা এলাকা ঘিরে, যেখানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক দপ্তরগুলোর অবস্থান।

ডিএমপি চলতি বছর কয়েক দফায় গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও এলাকা ঘিরে একই ধরনের গণবিজ্ঞপ্তি জারি করেছে:

• ৯ জুন: প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও বাংলাদেশ সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

• ১৪ জুন: প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স ও সুপ্রিম কোর্টের আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ

• ১০ মে ও ১৩ মার্চ: একই এলাকায় বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়

You might also like