এনবিআরকে ভাগ করলেই সমস্যা সমাধান নয় জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে

সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে বলেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান

1

এনবিআরকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

- Advertisement -

- Advertisement -

শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে 
তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘কর শিক্ষায় বিশ্বের দেশগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে আছে।’ 

কর শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করতে কাজ করছে বলেও জানান তিনি।তিনি বলেন, ‘বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তিগত দিন নিশ্চিতের মাধ্যমে এ ভয়ের নিরসন ঘটবে। কর ব্যবস্থায় নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকটি যুক্ত করতে হবে।’

You might also like