জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র

81

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ইউক্রেনের বিরোধিতা করে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

- Advertisement -

গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই এর বিরোধিতা করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট করল। তবে বিরোধিতা সত্ত্বেও শেষে প্রস্তাবটি পাস হয়।

এরপর নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেখানে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটিতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই।

এ সম্পর্কিত

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পাস হলেও সেখানে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্রের দুই অন্যতম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় থেকেই রাশিয়াকে গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত মাসে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিক শপথ নেওয়ার পর থেকে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের ওপর আরও জোর দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এরপর গতকাল জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করল যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব ও এ যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইউরোপের কূটনীতিকেরা তাদের প্রস্তাবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছেন।

ইউরোপের উত্থাপিত প্রস্তাবটি ৯৩টি ভোটে পাস হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে সমর্থন দিয়েছে রাশিয়ার পক্ষে। আর তাতে সমর্থন জানিয়েছে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরিসহ আরও ১১টি রাষ্ট্র। তবে ভোটদানে বিরত ছিল ৬৫টি দেশ।

You might also like