ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে কাজ করা সহজ: ট্রাম্প

১৭

যুদ্ধ বন্ধে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে কাজ করা সহজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

- Advertisement -

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, ইউক্রেনের সঙ্গে কাজ করা আমার কাছে আরও কঠিন মনে হচ্ছে এবং তাদের কাছে তুরুপের তাস নেই। এর চেয়ে রাশিয়ার সঙ্গে কাজ করা সহজ।’

তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে  ইউক্রেনকে কঠোরভাবে চাপ দিচ্ছেন ট্রাম্প। এরইমধ্যে তিনি কিয়েভকে মার্কিন সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন।

এদিকে শুক্রবার রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা জানালেও পুতিনের প্রসঙ্গে নরম সুরে কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল। আর আপনারা জানেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে চান।’

ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি চাওয়া জেলেনস্কি তার সমস্ত মার্কিন সম্পৃক্ততা হারানোর ঝুঁকিতে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না তারা (ইউক্রেন) মীমাংসা করতে চায় কি না। যদি তারা মীমাংসা করতে না চায়, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ আমরা চাই তারা মীমাংসা করুক। আমি মৃত্যু বন্ধ করার জন্য এটা করছি।’