পাকিস্তানের এনএসএ হলেন আইএসআই প্রধান

8

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর মহাপরিচালক মুহাম্মদ আসিম মালিক।

- Advertisement -

- Advertisement -

ডন লিখেছে, আইএসআই প্রধান দেশটির দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।

দেশটির মন্ত্রিসভা বিভাগের বৃহস্পতিবারের এক আদেশে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা পালন করবেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ডন লিখেছে, এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মত দায়িত্বরত কোনো আইএসআই প্রধানকে একইসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হল।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এল।

২০২২ সালের এপ্রিলে আস্থা ভোটে ইমরান খানের পিটিআই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের জা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটি খালি ছিল। ওই সময় এ দায়িত্বে ছিলেন ময়ীদ ইউসুফ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও কৌশলগত বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার ভূমিকা পালন করেন।

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব সামলাতে হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে।

You might also like