তরুণদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু

২৭

তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

- Advertisement -

- Advertisement -

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয় এই অনুষ্ঠান।

এরই মধ্যে দলটির গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত হতে শুরু করেছেন।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের পর গাওয়া হয়েছে জাতীয় সংগীত।

এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজার, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া এভিনিউতে। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছে না। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন। এছাড়া ছাত্র আন্দোলনে আহতরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

আগেই রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়েছে। শুক্রবার বড় আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটবে।

আগেই জানা গেছে, দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্যসচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছে দুই নারী নেতৃত্ব।

এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে।