শুধু একটা দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন দিলে তা মেনে নেব না: নাহিদ

96

সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

- Advertisement -

- Advertisement -

বুধবার সকালে ঢাকার সাভারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ফ্যাসিবাদদের আবারও পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা যাচ্ছে। তাই এগুলো প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সামনে যাতে আর রক্ত দিতে না হয় সেটাই প্রত্যাশা। আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ন্যায়বিচার, সাম্য থাকবে। ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ৭১ এ আমরা যেটা চেয়েছিলাম সেটা জাতি পায়নি, তার জন্যই ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ ও ২৪–কে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। তারা গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারেনি। ঐক্য বিনষ্ট হয়নি, তবে ২৪ এর আকাঙক্ষা থেকে সরে গেলে ঐক্য থাকবে না।

You might also like