গেটে তালা দিয়ে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের বিক্ষোভ

11

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
রবিবার সকাল নয়টা থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কর্মচারীরা আজও সব কাজ বন্ধ রেখেছেন। প্রধান ফটকসহ সব গেটে তালা দেওয়ায় কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না।
গতকালের মতো আজও নগর ভবনের নিচতলায় সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও করপোরেশনের সাধারণ কর্মচারীরা। ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে প্রবেশ করতে না পারায় ডিএসসিসির প্রধান কার্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’, ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’সহ নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।
যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পরিয়ে মেয়রের দায়িত্ব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান ইশরাকের সমর্থকরা।
একই দাবিতে সচিবালয়মুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন‌ করেছিল ইশরাকের সমর্থকরা। বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখী লং মার্চ শুরু হয়। প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে যাওয়ার সময় পুলিশের বাধা পেয়ে ফের নগর ভবন গিয়ে শেষ হয় ‘লং মার্চ’।
লংমার্চ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে।
এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক।
মামলায় বিবাদীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাপসকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।
এরপর ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এখন পর্যন্ত শপথের ব্যবস্থা করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেজন্য ইশরাককে মেয়র পদে বসাতে গত বুধবার থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

 

- Advertisement -

- Advertisement -

You might also like